ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৮:৫০ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪ | ১০:১৫ এএম

অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর-চীনের ১ কোটি ৮০ লাখ ডলারের যৌথ বিনিয়োগ

১৩ নভেম্বর, ২০২৪ | ১০:১৫ এএম

সিঙ্গাপুর-চীনের ১ কোটি ৮০ লাখ ডলারের যৌথ বিনিয়োগ

ছবি: সংগ্রহ

সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান শিক উইংস (বিডি) লিনজারি কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে।

 

এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার ঢাকাস্থ বেপজা নির্বাহী দফতরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

 

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসির উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং শিক উইংস (বিডি) লিনজারি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিজুয়ান চেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ৩ কোটি পিস বিভিন্ন ধরনের তৈরি পোশাকসামগ্রী বিশেষত মহিলাদের অন্তর্বাস তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৩ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় শিক উইংসকে (বিডি) ধন্যবাদ জানান এবং সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আসম জামশেদ খোন্দকার এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল বেপজার সর্ববৃহৎ উদ্যোগ। শিক উইঙ্গস (বিডি) সহ এ পর্যন্ত মোট ৩৬টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ মোট ৮৬৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। তন্মধ্যে, তিনটি শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

সিঙ্গাপুর-চীনের ১ কোটি ৮০ লাখ ডলারের যৌথ বিনিয়োগ