ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:০৫:০৫ পিএম

সিবিওটিতে কমেছে সয়াবিনের দাম

১৭ আগস্ট, ২০২৪ | ৯:১২ এএম

সিবিওটিতে কমেছে সয়াবিনের দাম

ছবি: সংগ্রহীত

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে ফলন বৃদ্ধির প্রত্যাশা ও শীর্ষ আমদানিকারক দেশ চীনে চাহিদা কমে যাওয়ার সম্ভাবনায় ভোজ্যতেলটির দাম নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

 

 

সিবিওটিতে গতকাল সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য নেমেছে ৯ ডলার ৬৬ সেন্টে। এছাড়া এ বাজার আদর্শে গতকাল গমের দামও কমেছে। আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমে প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ২৮ সেন্টে। অন্যদিকে ভুট্টার দাম দশমিক ৫ শতাংশ কমে বুশেলপ্রতি মূল্য নেমেছে ৩ ডলার ৯৫ সেন্টে।

 

 

বিশ্বব্যাপী সয়াবিনের দাম চলতি সপ্তাহে আগের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কমেছে, এক মাসে সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম। গমের দাম কমেছে ২ দশমিক ৭ শতাংশ। চলতি সপ্তাহে ভুট্টার দামও আগের সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে।

 

 

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ চলতি সপ্তাহের শুরুতে ভুট্টা ও সয়াবিন উৎপাদনের পূর্বাভাস আগের মাসের তুলনায় বাড়িয়েছে। এ সময় বিশ্বব্যাপী সরবরাহ ব্যাপক বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সিবিওটিতে কমেছে সয়াবিনের দাম