ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:৫০:২৭ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১ জানুয়ারি, ২০২৫ | ৫:৫১ পিএম

অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে বিজিবি'র অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

১ জানুয়ারি, ২০২৫ | ৫:৫১ পিএম

সিলেট সীমান্তে বিজিবি'র অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ছবি: সংগ্রহ

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭০০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আজ বুধবার (১ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ গোয়াইনঘাটের বিছনাকান্দি ও প্রতাপপুর বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

 

অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, গার্নিয়ার ক্রীম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান, স্কুটি।

 

বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টরও আটক করা হয়েছে।

 

 

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।”

 

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

 

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। বিজিবির এই কার্যক্রমে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সিলেট সীমান্তে বিজিবি'র অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ