ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৩০:২৪ এএম

সীমান্ত থেকে সোয়া ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দ

৩০ অক্টোবর, ২০২৪ | ৭:৯ এএম

সীমান্ত থেকে সোয়া ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দ

ছবি: সংগ্রহ

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ‘সোয়া দুই কোটি টাকার’ ভারতীয় পণ্য ও গরু জব্দ করছে বিজিবি। তবে এসব ঘটনায় আটক হয়নি কেউ।

রোববার রাতে আলাদা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, থান কাপড়, সিগারেট, মাদক, স্যানেগ্রা ট্যাবলেট ও গরু জব্দ করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া, যশপুর, মধুগ্রাম, চম্পকনগর সীমান্তে রাতভর অভিযান চালায় বিজিবির টহল দল।

অভিযানে চোরাইপথে আনা ২৯১টি ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৭৭৪ মিটার কাপড়, ছয় হাজার ২৭৩ প্যাকেট সিগারেট, ১৫ হাজার ২৮০টি স্যানেগ্রা ট্যাবলেট ও পাঁচটি গরু জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য এক কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১২০ টাকা বলে জানায় বিজিবি।

 

এর আগে শনিবার রাতে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া, দেবপুর, চম্পকনগর এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি।

এ সময় ৫২০টি ভারতীয় শাড়ি, ৪০ বোতল ফেন্সিডিল, ৪৭ বোতল হুইস্কি ও ছয়টি গরু জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৩৭ লাখ তিন হাজার ৭৫০ টাকা।

সোমবার লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, জব্দ করা মালামাল দুপুরে ফেনী কাস্টমস ও শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, দেড় মাসে সীমান্তে অভিযানে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সেইসঙ্গে চিহ্নিত চোরাকারবারিদের তালিকা করে যৌথবাহিনী সহায়তায় তাদের আটকের অভিযান পরিচালনা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ‘সোয়া দুই কোটি টাকার’ ভারতীয় পণ্য ও গরু জব্দ করছে বিজিবি। তবে এসব ঘটনায় আটক হয়নি কেউ।

রোববার রাতে আলাদা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, থান কাপড়, সিগারেট, মাদক, স্যানেগ্রা ট্যাবলেট ও গরু জব্দ করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া, যশপুর, মধুগ্রাম, চম্পকনগর সীমান্তে রাতভর অভিযান চালায় বিজিবির টহল দল।

অভিযানে চোরাইপথে আনা ২৯১টি ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৭৭৪ মিটার কাপড়, ছয় হাজার ২৭৩ প্যাকেট সিগারেট, ১৫ হাজার ২৮০টি স্যানেগ্রা ট্যাবলেট ও পাঁচটি গরু জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য এক কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১২০ টাকা বলে জানায় বিজিবি।

 

এর আগে শনিবার রাতে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া, দেবপুর, চম্পকনগর এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি।

 

এ সময় ৫২০টি ভারতীয় শাড়ি, ৪০ বোতল ফেন্সিডিল, ৪৭ বোতল হুইস্কি ও ছয়টি গরু জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৩৭ লাখ তিন হাজার ৭৫০ টাকা।

 

সোমবার লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, জব্দ করা মালামাল দুপুরে ফেনী কাস্টমস ও শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

সেইসঙ্গে চিহ্নিত চোরাকারবারিদের তালিকা করে যৌথবাহিনী সহায়তায় তাদের আটকের অভিযান পরিচালনা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সীমান্ত থেকে সোয়া ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দ