ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:১৪:৫৯ এএম

সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

২০ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৯ পিএম

সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগ্রহ

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর ৪ টায় বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তের ছাতারকোনা এলাকা থেকে জব্দ করা হয় চারটি পিকআপ ভ্যান বোঝাই কোটি টাকা মূল্যের পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে চিনি, জিরা এবং পাতার বিড়ি।

 

 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চিনাকান্দি বিওপি সীমান্তের ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতারকোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি ও ৯২ কেজি জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৬ হাজার ৮৩০ টাকা।

 

 

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

 

 

বিজিবির এই সাফল্যে সীমান্তে চোরাচালান প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপের আশা করা হচ্ছে।

সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ