ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৪ | ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ
সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন সামান্য কমেছে
২২ অক্টোবর, ২০২৪ | ১১:২৫ এএম
![সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন সামান্য কমেছে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/22/20241022112513_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমলেও ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন সামান্য কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
আরও পড়ুন
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে ৫ হাজার ১৭৩ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ১ হাজার ১৫৬ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯০৩ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইতে লেনদেন হয় ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৭ কোটি ৬৪ লাখ টাকা কমেছে। এদিন ১৩ কোটি ১৬ লাখ ৭২ হাজার ২৮টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৫৩৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত ছিল ৬৩টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা অগ্নি সিস্টেমস লিমিটেডের ১৬ কোটি ৭২ লাখ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩ কোটি ৭১ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ৯ কোটি ৯৪ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৮ কোটি ৩৪ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ৭ কোটি ৬২ লাখ, গ্রামীণফোন লিমিটেডের ৭ কোটি ৪৬ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ কোটি ৭৯ লাখ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৫ কোটি ৭০ লাখ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির ৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ১০ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা স্যালভো কেমিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ পিএলসির ৮ দশমিক ৪৭ শতাংশ, সায়হাম কটন মিলস লিমিটেডের ৬ দশমিক ৮৯ শতাংশ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৭৫ শতাংশ, রূপালী ব্যাংক পিএলসির ৫ দশমিক ৭৪ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণব্যাংক গ্রোথ ফান্ডের ৫ দশমিক ৬১ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৫ দশমিক ৪৭ শতাংশ এবং আরগন ডেনিমস লিমিটেডের ৫ দশমিক ৪৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৮ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে ৮ হাজার ৮৩১ দশমিক ৮৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ১৪ হাজার ৫১৩ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৭৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৫ কোটি ৯৭ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৩ লাখ টাকার। অর্থাৎ সিএসইতে গতকাল লেনদেন ৩৬ লাখ টাকা কমেছে।