ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৪ | ৩:৫ এএম
অনলাইন সংস্করণ
সূচকের পতনে পুঁজিবাজারে অস্থিরতা বৃদ্ধি
৮ অক্টোবর, ২০২৪ | ৩:৫ এএম
![সূচকের পতনে পুঁজিবাজারে অস্থিরতা বৃদ্ধি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/07/20241007151444_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ৪৬ কোটি টাকা ছাড়িয়েছে।
সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭৯ ও ১৯৫৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ইসলামী ব্যাংক, অগ্নি সিস্টেম, সোনালি আঁশ, ফুওয়াং ফুড, এসআইবিএল, ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম, অরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক ও আরডি ফুড।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৪ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করে।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানি শেয়ারের দর।
- ট্যাগ সমূহঃ
- পুঁজিবাজারে
- অস্থিরতা
![সূচকের পতনে পুঁজিবাজারে অস্থিরতা বৃদ্ধি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)