ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১৮:৩০ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

সেন্ট্রাল অ্যাপরোচে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

২৫ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪৭ পিএম

সেন্ট্রাল অ্যাপরোচে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

ছবি: সংগ্রহ

চট্টগ্রামে আয়োজিত "নেভিগেটিং বাংলাদেশ'স ইভলভিং ইকোনমিক ল্যান্ডস্কেপ" শীর্ষক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার আহ্বান জানান।

 

আজ বুধবার ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে এ সেমিনারে তিনি বলেন, “ব্যবসায়ীরা একত্রিত হয়ে ভ্যাট ও ট্যাক্স ৫০ শতাংশ বৃদ্ধি করলে দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাবে।”

 


বাণিজ্য উপদেষ্টা বলেন, “ভ্যাট ফাঁকি দেওয়া দেশের জন্য বড় চ্যালেঞ্জ। সঠিক পদক্ষেপ নিলে ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থার উন্নতি সম্ভব। জনগণ ও সরকারের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতেই হবে।”

 


তিনি উল্লেখ করেন, “বর্তমানে শিল্প খাতে উচ্চ শুল্কমূল্যের কারণে সরাসরি বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) চ্যালেঞ্জ রয়েছে। দেশের বিনিয়োগ বৈচিত্যকরণ করা না গেলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি সম্ভব নয়।”

 


শেখ বশির উদ্দিন অর্থ পাচারের সমস্যা তুলে ধরে বলেন, “শ্বেতপত্র অনুযায়ী ২৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। কোম্পানির সিএ এবং সিএফওদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে। নৈতিকভাবে উন্নত অবস্থানে না পৌঁছালে দেশ পিছিয়ে পড়বে।”

 

 

সেমিনারে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, “বিদ্যুৎ, গ্যাস, পানি, পোর্ট ফ্যাসিলিটি, এবং সড়ক যোগাযোগে নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিত করতে হবে। স্থানীয় বিনিয়োগকারীদের আস্থা তৈরি না হলে বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হবে।”

 


এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “১৯৭২ সালে ট্যাক্সের ৯০ শতাংশ আসতো ইন্ডিরেক্ট ট্যাক্স থেকে। এখনো এটি দুই-তৃতীয়াংশ রয়েছে, যা গরিব জনগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি করে।”

 

 

সেমিনারে বক্তারা ভ্যাট-ট্যাক্স ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ বৈচিত্র্যকরণ, এবং অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে নীতিগত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সেন্ট্রাল অ্যাপরোচে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার