ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৫৭:১৮ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৪ | ৬:০ এএম

অনলাইন সংস্করণ

সোনা চোরাচালান উড়োজাহাজের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি

১৯ নভেম্বর, ২০২৪ | ৬:০ এএম

সোনা চোরাচালান উড়োজাহাজের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি

ছবি: সংগ্রহ

উড়োজাহাজে করে সোনা চোরাচালান করলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

 

চলতি অর্থবছরের বাজেটে যে ব্যাগেজ রুলস ঘোষণা করা হয়েছে তাতে সংযোজন-বিয়োজন আসবে বলেও জানান রাজস্ব বোর্ডের প্রধান।

 

পরে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

বৈঠকে মালামাল নিলাম ও বিনষ্টকরণ প্রক্রিয়া সহজ করা, পর্যাপ্ত জনবল সন্নিবেশ ও বাজেট বরাদ্দ নিশ্চিত করা, ২৪ ঘণ্টা সেবা প্রদান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হালনাগাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

 

শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিশদ আলোচনা হয় বলে।

সোনা চোরাচালান উড়োজাহাজের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি