ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৩৪:০৬ এএম

সৌদি আরব ও মালয়েশিয়া যেতে বিমান ভাড়ায় ছাড় পাবেন কর্মীরা

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৪৬ পিএম

সৌদি আরব ও মালয়েশিয়া যেতে বিমান ভাড়ায় ছাড় পাবেন কর্মীরা

ছবি: সংগ্রহ

আকাশপথে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ ভাড়া ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সুবিধা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। "ওয়ার্কার ফেয়ার" নামক এই বিশেষ অফারের আওতায় নতুন কর্মী ভিসা ও ওয়ানওয়ে (একক যাত্রা) টিকিটে কর্মীরা এ সুবিধা পাবেন।

 

 

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর মাধ্যমে জানা গেছে, ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া (কর বাদে) ৩৬০ ডলার, ঢাকা থেকে কুয়ালালামপুরের ১৫০ ডলার এবং ঢাকা ছাড়া অন্য কোনো স্থান থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৭৫ ডলার।

 

 

এ নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা-কুয়ালালামপুর রুটে একক যাত্রায় টিকিটের দাম পড়বে ২৮ হাজার ১৭৮ টাকা, আর ঢাকা-জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ৫৪ হাজার ৫৪ টাকা। এ সময় পর্যন্ত ট্রাভেল এজেন্টদের কাছে ঢাকা থেকে সৌদি আরবের জন্য ৪০০ থেকে ৪৮০ ডলার এবং মালয়েশিয়ার জন্য ৩০০ থেকে ৩৫০ ডলার ফি নেওয়া হয়ে থাকে।

 

 

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধা পেতে যাত্রীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স কার্ড বা সত্যায়িত ভিসা প্রয়োজন হবে। তবে, ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ভাড়া সুবিধা পাবেন না। ভাড়া পরিবর্তনের বিষয়টি স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে এবং যেকোনো সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই ভাড়া পরিবর্তন হতে পারে।

 

 

আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ জানান, সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের জন্য বিমান ভাড়া কমানোর দাবিতে তারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। এবার বিমান এই দাবিতে সাড়া দিয়ে কম ভাড়ায় যাত্রা সুবিধা প্রদান করছে, যার ফলে শ্রমিকরা কম খরচে বিদেশে যেতে পারবেন।

 

 

এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও শ্রমিক ভিসা নিয়ে বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা করার পরিপত্র জারি করেছে। এতে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া থেকে আগত কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

সৌদি আরব ও মালয়েশিয়া যেতে বিমান ভাড়ায় ছাড় পাবেন কর্মীরা