ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
সৌদি আরবে ব্যাপক ঝড় বৃষ্টি, আকস্মিক বন্যা, রেড অ্যালার্ট জারি
৭ জানুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম
![সৌদি আরবে ব্যাপক ঝড় বৃষ্টি, আকস্মিক বন্যা, রেড অ্যালার্ট জারি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/07/20250107130423_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আকস্মিক বন্যার কারণে জেদ্দা, মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, ধূলিঝড়ের পূর্বাভাস সহ এধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী ৮ জানুয়ারি বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।
মদিনায় তীব্র বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে রাস্তাগুলি নদীতে পরিণত হয়েছে। গত সোমবার থেকে এধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। ঝড় ছাড়াও শিলাবৃষ্টি এবং ধুলি ঝড়ে যানবাহন চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজগুলিতে প্রবল বৃষ্টি, দমকা হাওয়া এবং কম দৃশ্যমানতা অপরিচিত এক সৌদি আরবকে দেখাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র সপ্তাহ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় এবং ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে।
ভারী বৃষ্টিপাত ছাড়ও প্রবল বাতাস এবং রাস্তায় পানির উচ্চ ঢেউ, যা দৃশ্যমানতা হ্রাস এবং গাড়িচালক ও বাসিন্দাদের জন্য ঝুঁকি তৈরি করেছে। কর্তৃপক্ষ জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং বন্যাপ্রবণ ও জলাবদ্ধ এলাকা এড়িয়ে যেতে সতর্ক করেছে।
মদিনা ছাড়াও, রিয়াদ, মক্কা, আল-বাহা এবং তাবুক সহ অন্যান্য অঞ্চলগুলিও তীব্র আবহাওয়ার প্রভাবের জন্য প্রস্তুত রয়েছে। এনএমসি উত্তর সীমান্ত, আল-জউফ, হাইল, কাসিম এবং পূর্ব অঞ্চল জুড়ে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে।
মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে, বিশেষ করে গাড়িচালক এবং সমুদ্র সৈকতগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি এড়াতে অনুরোধ করেছে। এধরনের ঝড় দৈনন্দিন জীবনকে ব্যাহত করা ছাড়াও সম্ভাব্য যানবাহন বিলম্ব এবং ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যা আরো বিধ্বংসী হয়ে উঠতে পারে।
মুষলধারে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ধূলিঝড় মক্কা সিটি, জেদ্দা, বাহরা এবং আশেপাশের এলাকায় অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তায়েফ, মায়সান এবং আল-কুনফুদাহ অঞ্চলকে প্রভাবিত করবে।
![সৌদি আরবে ব্যাপক ঝড় বৃষ্টি, আকস্মিক বন্যা, রেড অ্যালার্ট জারি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)