ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:২৭:০৫ পিএম

স্বস্তি ফিরছে সবজির বাজারে

১৯ নভেম্বর, ২০২৪ | ৩:১১ পিএম

স্বস্তি ফিরছে সবজির বাজারে

ছবি: সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি: শীতকালীন শাক-সবজির আসতে শুরু হওয়ায় রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত সবজি আসতে শুরু করায় এরই মধ্যে বেশির ভাগ সবজির দাম কমেছে। তবে পুরাতন আলুর দাম অব্যাহতভাবে বেড়েই চলেছে।

 

আজ (১৯ নভেম্বর) রাজধানীর মিরপুর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

সবজি বিক্রেতা রকন মিয়া বলেন, শীতকালীন শাক-সবজি আসতে শুরু করায় বাজারে বেশিরভাগ শাক-সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা কমেছে। আগামী সপ্তাহে আরও কমতে পারে। কারণ শীতকালীন সবজি আসা শুরু হয়েছে মাত্র। শীতকালীন শাক-সবজির ভরা মৌসুম এখনও শুরু হয়নি। তবে গাজর, টমেটো, মুলাসহ কয়েকটি সবজির দাম আগের মতোই আছে।’

 

আজ বাজারে কাঁচা মরিচ ১৬০ টাকা, ধনিয়া পাতা ১৫০-১৬০ টাকা, ফুলকপি ৪০-৫০ টাকা, করলা ৭০- ৭৫ টাকা, উস্তা ৬০-৬৫ টাকা, গোল বেগুন (কালো) ৭০-৮০, লম্বা বেগুন ৬০ টাকা, সিম ১০০ টাকা, কচুর লতি ৬০-৭০, কাঁকরোল ৬০-৬৫ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, পটল ৫০ টাকা, মিস্টি কুমড়া ৪০-৪৫ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, ঢেঁড়স, ৬০ টাকা, মানভেদে লাউ ৫০-৮০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। দেশি টমেটো ১৬০ টাকা, ইন্ডিয়ান টমেটো ২০০ টাকা, গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বিক্রেতারা বলছেন, সবজির দাম কমাতে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। কিন্তু বাজারে সবজির দাম কমাতেও তেমন বেচাকেনা নেই। আগের মতো ক্রেতা নেই। ব্যবসায়ীরা বলছেন সামনে শীত মেীসুমের সবজি আসতে শুরু করলে সবজির দাম আরো কমবে।

স্বস্তি ফিরছে সবজির বাজারে