ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৫০:১৬ পিএম

হবিগঞ্জে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১৮ নভেম্বর, ২০২৪ | ৬:৪৫ এএম

হবিগঞ্জে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগ্রহ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

 

শুক্রবার মধ্যরাতে উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান।

 

 

বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল।

 

 সময় সিলেট থেকে ঢাকাগামী একটি মিনি কভার্ড ভ্যান মহাসড়কে রেখে চালক পালিয়ে গেলে বিজিবির সন্দেহ হয়। পরে কভার্ড ভ্যানটি তল্লাশি করে নয় ধরনের ৩৪ হাজার ৭৯৪টি পণ্য পাওয়া যায়। সীমান্ত দিয়ে চোরাই পথে এসব পণ্য অনা হয়েছিল বলে ভাষ্য বিজিবির।

 

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, সাত হাজার ৯৬০টি নিভিয়া সফট ক্রিম, পাঁচ হাজার ৭৩৮টি বডি লোশন, নয় হাজারটি স্কিন ক্রিম, তিন হাজার ৮৪০টি মাই ফেয়ার ক্রিম, ২৮টি ক্লোজ জি-৩০ ক্রিম, তিন হাজার ৯৬০টি জনসন বেবি লোশন, বেনারশি শাড়ি ৬৫টি, বিভিন্ন প্রকার শাড়ি ৫৮১টি এবং দুই হাজার ৯২২টি মখমল কাপড়।

হবিগঞ্জে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ