ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৩৮:৪০ পিএম

হিলি বাজারে দেশি আলু ও ভারতীয় পেঁয়াজের দাম কমলো ২০-২৫ টাকা

২৬ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৭ এএম

হিলি বাজারে দেশি আলু ও ভারতীয় পেঁয়াজের দাম কমলো ২০-২৫ টাকা

ছবি: সংগ্রহীত

হিলি বাজারে দেশি আলু ও ভারতীয় পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা কমে এসেছে। বর্তমানে দেশি আলু ৪৫-৫০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে।

 


গত সপ্তাহে দেশি আলু ও ভারতীয় পেঁয়াজের দাম ছিল ৭০ টাকা কেজি। সরবরাহ বৃদ্ধির কারণে এই দাম কমে গেছে। বাজারে আলু কিনতে আসা ক্রেতা আবদুল রহমান বলেন, “নতুন দেশি আলুর দাম এক সপ্তাহে কেজিতে ২০-২৫ টাকা কমেছে। তবে ২০ টাকার নিচে নামলে ক্রেতাদের জন্য আরও ভালো হতো।”

পেঁয়াজের ক্রেতা মান্নান বলেন, “ভারতীয় পেঁয়াজের দাম কমেছে, তবে আরও কমলে সাধারণ মানুষ স্বস্তি পেত।”

 


হিলি বাজারের বিক্রেতা সাদ্দাম হোসেন জানান, “গত সপ্তাহে দেশি আলু ৬৫ টাকা দরে কিনে ৭০ টাকায় বিক্রি করেছি। এই সপ্তাহে কিনছি ৪৫ টাকায় এবং বিক্রি করছি ৪৫-৫০ টাকায়। ভারতীয় পেঁয়াজের ক্ষেত্রেও একই রকম পরিবর্তন হয়েছে।”

 


হিলি কাস্টমস সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার হিলি বন্দর দিয়ে ৩১টি ট্রাকে প্রায় ৯১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। তবে আলু আমদানি এখনও বন্ধ রয়েছে।

 


বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজ ও আলুর দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আরও কমার আশায় রয়েছে সাধারণ মানুষ।

হিলি বাজারে দেশি আলু ও ভারতীয় পেঁয়াজের দাম কমলো ২০-২৫ টাকা