ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ - ৯:৪০:৪৪ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১০ মার্চ, ২০২৫ | ৩:৩০ পিএম

অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

১০ মার্চ, ২০২৫ | ৩:৩০ পিএম

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

ছবি: সংগ্রহ

দিনাজপুরের হাকিমপুরে অবস্থিত হিলি স্থলবন্দর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৪৩ কোটি ৯৩ লাখ টাকার ঘাটতি দেখেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সময়ের জন্য হিলি কাস্টমসের জন্য ৩৬২ কোটি ৬৯ লাখ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, কিন্তু আদায় হয়েছে ৩১৮ কোটি ৭৬ লাখ টাকা।

 

 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, শুল্কমুক্ত পণ্যের আমদানি বৃদ্ধি এবং উচ্চ শুল্কযুক্ত পণ্যের আমদানি কমার কারণে রাজস্ব আদায়ে এই ঘাটতি হয়েছে। তিনি আশা করেন, জিরা ও কিশমিশের মতো উচ্চ শুল্কযুক্ত পণ্যের আমদানি বাড়লে রাজস্ব আদায়ের ঘাটতি কিছুটা পূরণ হতে পারে।

 

 

এদিকে, বন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে, ব্যাংকগুলোর অসহযোগিতা, রাস্তাঘাটের বেহাল দশা এবং কাস্টমসের দ্বিমুখী আচরণের কারণে ব্যবসা পরিচালনায় অসুবিধা হচ্ছে। তারা মনে করেন, যদি ফল ও জিরা আমদানিতে শুল্কায়নের প্রথা সহজ করা হয় এবং উচ্চ শুল্কযুক্ত পণ্যের আমদানি বাড়ানো যায়, তাহলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

 

 

এ পরিস্থিতিতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বন্দরের অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং সেবার সহজ এবং কাস্টমসের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে রাজস্ব আদায় বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করা।