ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৫ | ৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম
৮ জানুয়ারি, ২০২৫ | ৩:৩৮ পিএম
![হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম](https://i.vatbondhu.com/images/thumbnail/default-200.webp)
ছবি: সংগ্রহ
দিনাজপুরের হিলি বাজারে তিন দিনের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচ এবং ভারত থেকে আমদানিকৃত আদার দাম। বাজারে সরবরাহ বেশি হওয়ার ফলে সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।
আরও পড়ুন
আজ বুধবার (০৮ জানুয়ারি) সকালে হিলি বাজার পরিদর্শন করার পর এ তথ্য পাওয়া যায়। বাজারে আসা সাধারণ ক্রেতা আশিকুল আলম বলেন, "বর্তমানে শীতকালীন সবজির দাম সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে, যার ফলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তির মধ্যে আছেন। এই পরিস্থিতি থাকলে আমাদের জন্য ভাল হবে।"
বর্তমানে হিলি বাজারে দেশি কাঁচামরিচের দাম কেজি প্রতি ৪০ টাকা কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৭০ টাকা। এছাড়া, ভারতীয় আদার দামও কেজি প্রতি ৫০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে সরবরাহ বাড়ায় এই দাম কমেছে এবং এর ফলে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি এসেছে।
হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা জানান, খুচরা বাজারে সবজির দাম অনেকটাই কমেছে। তিনি বলেন, "বর্তমানে বেগুন ৩০ টাকা, সিম ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা পিচ, ফুলকপি ১০ টাকা পিচ এবং শষা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ এবং আদার দামও কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি, ফলে আগের চেয়ে ক্রেতাও বেশি।"
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের প্রথম চার দিনে ভারতীয় পাঁচটি ট্রাকে ১০৫ মেট্রিকটন আদা এই স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে, যা বাজারে সরবরাহ বাড়িয়ে দাম কমাতে সাহায্য করেছে।
হিলি বাজারে কাঁচামরিচ ও আদার দাম কমায় স্থানীয় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বাজারে সরবরাহ বাড়ানোর ফলে মূল্য স্থিতিশীলতা এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া সম্ভব হয়েছে। আশা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে আরও বেশি ক্রেতা লাভবান হবে।
![হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)