ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ
হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা
১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৬ এএম
![হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/10/20250210105644_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি কমেছে। তবে অভ্যন্তরীণভাবে পণ্যটির সরবরাহ বেড়েছে। এ কারণে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ১০ টাকা। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
হিলিতে সরজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এক সপ্তাহ আগে এ অঞ্চলে প্রতি কেজি দেশী পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা। বর্তমানে তা কমে ৩০ টাকায় নেমে এসেছে। এছাড়া দু-একটি দোকানে কিছুসংখ্যক আমদানীকৃত পেঁয়াজ থাকলেও বাড়তি দামের কারণে ক্রেতাদের মধ্যে দেশী পেঁয়াজের চাহিদাই বেশি।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘বর্তমানে দেশী মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম চলছে। পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা তাদের জমি থেকে পেঁয়াজ সংগ্রহ করছেন। ফলে বাজারে সরবরাহও বাড়িয়েছেন তারা।’
তিনি আরো বলেন, ‘ˆমাকামে কয়েক দিন আগে প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৪০০ টাকা। বর্তমানে তা কমে ১ হাজার টাকায় নেমে এসেছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও বাজারে কম দামে পেঁয়াজ বিক্রি করতে পারছি। আসন্ন রমজানেও পণ্যটির দাম নিম্নমুখিতায় থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বন্দর দিয়ে দুই-তিন ট্রাক করে পেঁয়াজ এখনো আমদানি হচ্ছে।’
![হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)