ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০২:৩৯ পিএম

সপ্তাহের ব্যবধানে হিলিতে আলুর কেজিতে কমেছে ১৫ টাকা

২৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৩ এএম

সপ্তাহের ব্যবধানে হিলিতে আলুর কেজিতে কমেছে ১৫ টাকা

ছবি: সংগ্রহ

ভারত থেকে আলু আমদানি বর্তমানে বন্ধ থাকলেও দেশী নতুন আলুর সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে আলুর দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা কমেছে। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

 

হিলির বাজারে নতুন রোমানা ও ক্যারেজ জাতের আলুর প্রচুর সরবরাহ দেখা গেছে। পাশাপাশি, পুরনো গুটি ও কাটিনাল জাতের আলুর দাম একই হওয়ায় ক্রেতারা নতুন আলু কিনতেই বেশি আগ্রহ দেখাচ্ছেন। বর্তমানে নতুন জাতের রোমানা ও ক্যারেজ আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে। একই সময়ে পুরনো গুটি ও কাটিনাল আলুর দামও ৫৫ টাকা কেজি।

 

এক সপ্তাহ আগে এই আলুগুলো ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। হিলির বাজারের আলু বিক্রেতা মশিউর রহমান জানিয়েছেন, "১ ডিসেম্বর থেকে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। ফলে এর পরই দাম কিছুটা বেড়ে গিয়েছিল। বর্তমানে হিলিসহ আশপাশের বিভিন্ন এলাকায় আগাম জাতের নতুন আলু উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে এবং দাম কমছে।"

 

মশিউর রহমান আরও জানান, "এবারের মৌসুমে আলুর বীজসহ অন্যান্য উপকরণের দাম বেশি ছিল। ফলে আলু আবাদে খরচ বেড়েছে কৃষকদের। এ কারণে সামনের দিনগুলোতে পণ্যটির দাম উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনা কম।"

 

হিলি বাজারে ক্রেতাদের মধ্যে নতুন আলুর প্রতি আগ্রহ বাড়ায় ব্যবসায়ীরা সন্তুষ্ট। তবে ভারত থেকে আমদানি চালু না হলে এবং সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে হিলিতে আলুর কেজিতে কমেছে ১৫ টাকা