ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৫ | ২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি
২৬ জানুয়ারি, ২০২৫ | ২:৪৮ পিএম
![১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/26/20250126144811_original_webp.webp)
ছবি: সংগ্রহ
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট এখনও মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে রয়েছে, যা গত ১০ দিন ধরে মুক্তি পায়নি। রবিবার সকাল পর্যন্ত এই বোটটি প্রায় ৩০ হাজার বস্তা বহনকারী পণ্য নিয়ে আরাকান আর্মির দখলে ছিল।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এর আগে দুইটি পণ্যবাহী কার্গো বোট আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পায় এবং খালাস কার্যক্রম চলমান ছিল। তবে এখনও একটি বড় পণ্যবাহী বোট আটক রয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের মালামাল রয়েছে, যা ব্যবসায়ীদের জন্য উদ্বেগের বিষয়।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘‘ব্যবসায়ীরা এখন খুব চিন্তিত, কারণ ১০ দিন পার হলেও আরাকান আর্মির হেফাজতে থাকা এই কার্গো বোটের মালামাল এখনও ছাড়েনি। এতে অনেক ব্যবসায়ীর মালামাল আটকে রয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘এ ধরনের সমস্যা দ্রুত সমাধান না হলে, ব্যবসায়ীরা টেকনাফে ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন।’’
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১১ জানুয়ারি মিয়ানমারের ইয়াংগুন থেকে কয়েকজন ব্যবসায়ীর পণ্যবাহী কার্গো বোট টেকনাফের উদ্দেশে রওনা দেয়। ১৬ জানুয়ারি, নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংকদিয়া এলাকায় তল্লাশির নামে তিনটি বোট আটক করে আরাকান আর্মি, যার মধ্যে আচার, শুঁটকি, সুপারি, কপিসহ ৫০ হাজার বস্তা পণ্য রয়েছে।
এ পরিস্থিতিতে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা দ্রুত কার্যকর সমাধান এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে ব্যবসা-বাণিজ্যে আর কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
- ট্যাগ সমূহঃ
- পণ্যবাহী
- কার্গো
- ছাড়েনি
- আরাকান আর্মি
![১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)