ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৪ | ২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন বরাদ্দে বড় সংকোচন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল
৫ ডিসেম্বর, ২০২৪ | ২:১৪ পিএম
![২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন বরাদ্দে বড় সংকোচন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/05/20241205130231_original_webp.webp)
ছবি: সংগ্রহ
২০২৪-২৫ অর্থবছরের জন্য উন্নয়ন বরাদ্দে বড় ধরনের সংকোচন আসতে পারে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আগের সরকারের অনুমোদিত অনেক প্রকল্পকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' হিসেবে চিহ্নিত করেছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার, যে সরকার ২০২৩ সালের ৮ আগস্ট ক্ষমতায় আসে, জনগণের অর্থের অপচয় রোধ করতে 'অপ্রয়োজনীয়' প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের অনেক প্রকল্প ব্যয়ের তুলনায় সন্তোষজনক ফলাফল দেয়নি। একনেক সভার পর পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, পূর্ববর্তী বছরের তুলনায় উন্নয়ন বরাদ্দ কমানো হবে এবং অনেক প্রকল্পের বরাদ্দও কাটা হবে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নের হার ৮ শতাংশ কম হয়েছে, যা বৈদেশিক অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলিতেও প্রযোজ্য। সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের হার ১২ থেকে ১৩ শতাংশে দাঁড়িয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
প্রকল্প বাস্তবায়নের ধীরগতির জন্য প্রকল্প পরিচালকদের পালিয়ে যাওয়ার ঘটনাও একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব প্রকল্পের কারণে সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকার পুরোনো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্পগুলো থেকে সরে এসে উদ্ভাবনী ও নতুন ধরনের প্রকল্পগুলোকে গুরুত্ব দিচ্ছে। পরিকল্পনা উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন, যাতে এগুলো ব্যয়ের তুলনায় ইতিবাচক ফল দিতে পারে।
এডিপি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে, পরিবহন ও যোগাযোগ খাতে ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বরাদ্দের ২৬.৬৭ শতাংশ। নতুন এডিপিতে ১ হাজার ১৩৩টি বিনিয়োগ প্রকল্প, ২১টি সমীক্ষা প্রকল্প এবং ৮৭টি কারিগরি সহায়তা প্রকল্পসহ মোট ১ হাজার ৩২১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
তবে, সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, নির্ধারিত বরাদ্দের মধ্যে শুধুমাত্র ফলপ্রসূ ও প্রয়োজনীয় প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
![২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন বরাদ্দে বড় সংকোচন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)