ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪৩ এএম
অনলাইন সংস্করণ
৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে স্ট্যান্ডার্ড ব্যাংক
১ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪৩ এএম
![৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে স্ট্যান্ডার্ড ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/30/20241130162949_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি নন-কনভাটেবল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির নাম হবে ‘স্ট্যান্ডার্ড ব্যাংক চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটি নন-কনভাটেবল ফুল্লি রিডেম্বল আনসিকিউরড ফ্লোটিং রেট বন্ড ইস্যু করে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে।
সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ৫ লাখ টাকা। টিয়ার-II মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
- ট্যাগ সমূহঃ
- বন্ড ইস্যু
![৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে স্ট্যান্ডার্ড ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)