ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:২২:০১ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৪ | ৬:৪৯ এএম

অনলাইন সংস্করণ

৪ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

২২ অক্টোবর, ২০২৪ | ৬:৪৯ এএম

৪ দিন  বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ছবি: সংগ্রহ

বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলে ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এ দুই বন্দর দিয়ে চার দিনের জন্য বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

 

ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ সেন চিঠিতে বলেছেন, আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অমিত শাহের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন । এদিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।

 

বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, পেট্রাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।

 

এদিকে, অমিত শাহের আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সাথে ডগস্কোয়াড বাহিনীও রয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানান ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।

৪ দিন  বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি