ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:২০:৪২ পিএম

৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল নয়, স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে : টিসিবি মুখপাত্র

১০ নভেম্বর, ২০২৪ | ১১:১৯ এএম

৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল নয়, স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে : টিসিবি মুখপাত্র

ছবি: সংগ্রহীত

৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল নয়, বরং এগুলোকে স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুখপাত্র হুমায়ুন কবির। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে স্পষ্টীকরণ দেন। সংবাদ মাধ্যমগুলোতে কার্ড বাতিল সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর তিনি এই ব্যাখ্যা দেন।

 

 

হুমায়ুন কবির জানান, এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখ কার্ড ইতোমধ্যে স্মার্ট কার্ডে রূপান্তরিত হয়েছে। বাকি ৪৩ লাখ কার্ডের তথ্য যাচাই-বাছাই করে হালনাগাদ করার কাজ চলছে। অনিয়ম ধরা পড়লে শুধু সেসব কার্ডই বাতিল করা হবে। টিসিবি বিভিন্ন জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে কার্ডের তথ্য আপডেটের জন্য চারবার চিঠি পাঠিয়েছে। সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের কারণে এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে, তাই পুরোনো কার্ড ব্যবহার করেই পরিবারগুলোর মাঝে পণ্য বিতরণ অব্যাহত রয়েছে।

 

 

হুমায়ুন কবির আরও বলেন, ফ্যামিলি কার্ড ব্যবহারে এক ব্যক্তি একাধিক কার্ড নিয়ে পণ্য সংগ্রহ করছেন এমন অভিযোগ এসেছে। এই সমস্যা সমাধানে স্মার্ট কার্ড সিস্টেম চালু করা হচ্ছে, যা একটি পরিবারে একজনের বেশি কেউ কার্ড ব্যবহার করতে পারবে না।

 

 

টিসিবির পণ্য বিতরণ ট্রাকে দীর্ঘ অপেক্ষার পরও কিছু মানুষ পণ্য না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি স্থানে ৩৫০ পরিবারের জন্য পণ্য বরাদ্দ থাকে এবং সেই অনুযায়ী টোকেন দেওয়া হয়। যারা টোকেন পাবেন না, তাদের পরের দিন আসতে বলা হয়।

৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল নয়, স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে : টিসিবি মুখপাত্র