ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৫ | ৯:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
৪৫০ কি. মি. গতির ট্রেন চালু হচ্ছে চীনে
২ জানুয়ারি, ২০২৫ | ৯:০ পিএম
![৪৫০ কি. মি. গতির ট্রেন চালু হচ্ছে চীনে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/02/20250102120116_original_webp.webp)
ছবি: সংগ্রহ
নতুন ট্রেনটি যৌথভাবে বানিয়েছে চেংচুন রেলওয়ে ভেহিক্যালস এবং সিফাং কোম্পানি লিমিটেড। তারা রেলগাড়িটির প্রশংসা করে বলেছে, এটির গতি, শক্তির কার্যকারিতা, শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং সিস্টেম বেশ ভালো।
আরও পড়ুন
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, ট্রেনটি ৩ হাজার সিমুলেশন এবং ২ হাজারের বেশি প্ল্যাটফর্ম টেস্টের মধ্য দিয়ে গেছে। তবে যাত্রী পরিবহনের আগে এটির আরও লাইন টেস্ট ও অন্যান্য পরিমার্জন প্রয়োজন।
গত দশকে রেল সেবার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে গেছে চীন। দেশটি নতুন করে কয়েক হাজার কিলোমিটার রেললাইন তৈরি করেছে। এতে দেশের প্রতিটি অংশে পৌঁছে গেছে ট্রেন। চীনে বর্তমানে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার রেললাইন আছে। যার মধ্যে ৪৬ হাজার কিলোমিটার উচ্চগতির লাইন।
১৯৮০ সাল থেকে দ্রুতগতির ট্রেন তৈরি এবং সেবা উন্নত করতে এশিয়া, ইউরোপে কয়েকশ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে। জাপানের সিনকানশেন এবং ফ্রান্সের টিজিভি বিশ্বে প্রথম দ্রুতগতির ট্রেন আনে, যা পরবর্তী সময়ে বিমানের বিকল্প হিসেবে জনপ্রিয়তা লাভ করে। সিএনএন।
![৪৫০ কি. মি. গতির ট্রেন চালু হচ্ছে চীনে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)