ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:০৬:০৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৫ | ১২:৪১ পিএম

অনলাইন সংস্করণ

৫ মাসে ১৮ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১৫ জানুয়ারি, ২০২৫ | ১২:৪১ পিএম

৫ মাসে ১৮ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগ্রহ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কোম্পানি ব্যাপক অভিযান চালিয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এ অভিযানে মোট ১৮ হাজার ৪৩৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

 

মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, অভিযানে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, গুলশান, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, সাভার, টঙ্গী, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও নরসিংদী এলাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়েছে।

 

 

তিতাস গ্যাস জানায়, মোট ১৪৫টি শিল্প, ৯০টি বাণিজ্যিক এবং ১৮ হাজার ১৯৯টি আবাসিক সংযোগসহ ১৮ হাজার ৪৩৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, ৪৩ হাজার ৩৯টি বার্নারও বিচ্ছিন্ন করা হয়েছে।

 

 

এছাড়া অভিযানে প্রায় ৯২ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে, যা দেশের গ্যাস সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের জন্য স্বচ্ছ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

৫ মাসে ১৮ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন