ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৫৩:০২ এএম

৯ মাসে রাজস্ব আদায়ে ২১ হাজার ৯৩১ কোটি টাকা ঘাটতি

২৪ এপ্রিল, ২০২৪ | ২:১৯ পিএম

৯ মাসে রাজস্ব আদায়ে ২১ হাজার ৯৩১ কোটি টাকা ঘাটতি

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি পড়েছে ২১ হাজার ৯৩১ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮১ হাজার ৭৪৫ কোটি টাকা। বিপরীতে সংস্থাটি রাজস্ব আদায় করতে পেরেছে ২ লাখ ৫৯ হাজার ৮১৪ কোটি টাকা। যদিও গত বছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে ১৫ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ কোটি টাকার ওপরে আদায় হয়েছে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর থেকে। যদিও প্রবৃদ্ধির বিচারে এগিয়ে আয়কর ও ভ্রমণ কর।


২০২৩-২৪ অর্থবছরের আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। যা গত অর্থবছর থেকে ৪০ হাজার কোটি টাকা বেশি।

৯ মাসে রাজস্ব আদায়ে ২১ হাজার ৯৩১ কোটি টাকা ঘাটতি