ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০৮:২১ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

‘পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার আগের মতোই পদক্ষেপ নিচ্ছে’

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৪৩ পিএম

‘পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার আগের মতোই পদক্ষেপ নিচ্ছে’

ছবি: সংগ্রহ

বাজারে পণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকারের বর্তমান পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেছেন, বর্তমান সরকার আগের সরকারের মতোই পদক্ষেপ নিচ্ছে, যা তাকে মর্মাহত করে। তার মতে, খাদ্য সরবরাহ চেইনে যে নীতির দুষ্ট চক্র তৈরি হয়েছে তা ভাঙা প্রয়োজন।

 

 

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত "খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান" শীর্ষক নীতি সম্মেলনে খন্দকার গোলাম মোয়াজ্জেম এই কথা বলেন। তিনি আরো জানান, বাজারে পণ্যের সরবরাহ এবং মূল্য ঠিক রাখতে একটি সমন্বিত খাদ্য সরবরাহ চেইন উন্নয়ন ও পরিবীক্ষণ কমিশন গঠন করা যেতে পারে।

 

 

এ বিষয়ে তিনি বলেন, “এই কমিশন এখনকার সংস্কার কমিশন নয়, এটি একটি স্থায়ী কমিশন হতে হবে, যা বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে।” তিনি আরো উল্লেখ করেন, এমন কমিশন অন্যান্য দেশেও রয়েছে, যা বাজারের গতিপথ ঠিক রাখে।

 

 

ফুড সাপ্লাই চেইনে নীতির দুষ্ট চক্র ভাঙা দরকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমান কাঠামোতে বাজার নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা নেই। তিনি বলেন, "যখন ব্যবসায়ীরা দাম বাড়ায়, মিডিয়া চাপ দেয় এবং সরকার তড়িঘড়ি কোনো উদ্যোগ নেয়। আবার ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন, ফলে সরকার ডিউটি কমিয়ে দেয়। এটি একটি নীতির দুষ্ট চক্র যা ভাঙা দরকার।"

 

 

তিনি জানান, বাজারে প্রভাব বিস্তারকারী বড় গ্রুপগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আইনি সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রতিটি ব্যবসায়ীকে ম্যান্ডেটরি লাইসেন্স প্রদান এবং প্রতিটি পরিবেশককে শুধু একজন পণ্যের সরবরাহের অধিকার দেয়া উচিত।

 

 

তিনি আরও বলেন, খাদ্যস্ফীতি এক ধরনের উপসর্গ, সমস্যা নয়। অনেক সময় উৎপাদন পর্যাপ্ত থাকলেও, বাজারে সংকট দেখা দেয়। সরকারের কাছে ব্যাপক তথ্য-উপাত্ত থাকার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব।

 

 

বাজারের অস্থিরতায় সিএবির উদ্বেগ কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন জানান, সরকার ৩১টি পণ্যের শুল্ক কমালেও তার প্রভাব বাজারে পড়েনি। তিনি বলেন, “কিছু দিন আগে যখন ভ্যাট বাড়ানো হলো, তখন রাতারাতি পণ্যের মূল্য বেড়ে গেল। বিশ্ববাজারে গমের দাম কমলেও, আমাদের দেশে তা কমছে না।”

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এএইচএম আহসান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

 

 

সম্মেলনে বক্তারা বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং নতুন কমিশন গঠনের প্রস্তাব সমর্থন করেন, যা খাদ্য পণ্যের বাজারে স্বচ্ছতা, জবাবদিহি এবং দক্ষতা আনতে সহায়ক হবে।

 

‘পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার আগের মতোই পদক্ষেপ নিচ্ছে’