ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ১১:৩০:৩৬ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪ | ১১:৩৩ এএম

অনলাইন সংস্করণ

১৫ নভেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে 'সিরাজগঞ্জ এক্সপ্রেস' ট্রেন

১৩ নভেম্বর, ২০২৪ | ১১:৩৩ এএম

১৫ নভেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে 'সিরাজগঞ্জ এক্সপ্রেস' ট্রেন

ছবি: সংগ্রহ

প্রায় তিন মাস বন্ধ থাকার পর ১৫ নভেম্বর থেকে আবার ঢাকা-সিরাজগঞ্জের পথে ছুটবে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন।গতকাল (১২ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

 

শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ১৫ নভেম্বর থেকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর আগে ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সরঞ্জাম আংশিক মেরামত এবং প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ যুক্ত করা হবে। এছাড়া আন্দোলনে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুরে শহীদ এম মনসুর আলী স্টেশনটি মেরামত শেষ করে ২০ নভেম্বরের মধ্যে চালু করা হবে।

 

তিনি বলেছেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগের নিয়মেই সিরাজগঞ্জ-ঢাকার পথে চলাচল করবে। পরবর্তীতে বাজেট পেলে ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি পূর্ণাঙ্গভাবে মেরামত করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে স্টেশন দুটির কার্যক্রম এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। পরে স্টেশন দুটি মেরামত ও ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জে সভা-সমাবেশ ও মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের দুটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরাজগঞ্জ-ঢাকার পথে চলাচলকারী এই ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

১৫ নভেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে 'সিরাজগঞ্জ এক্সপ্রেস' ট্রেন