ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫৫:৪৫ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:২০ পিএম

অনলাইন সংস্করণ

অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:২০ পিএম

অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন

ছবি: সংগ্রহ

দেশে অবস্থান করা অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, টাস্কফোর্স কমিটিতে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) আহ্বায়ক এবং যুগ্মসচিবকে (বহিরাগমন-২ অধিশাখা) সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মহাপরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়, মহাপরিচালক (কনস্যুলার), পররাষ্ট্র মন্ত্রণালয়,যুগ্মসচিব (রাজনৈতিক-১ অধিশাখা), জননিরাপত্তা বিভাগ, উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পরিচালক (অপারেশন উইং), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),পরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়, পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর।

 

 


পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স এন্ড লিয়াঁজো ব্যুরো), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। টাস্কফোর্সটি দেশের অভ্যন্তরে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং বিষয়টির তদারকি করবে।

 

 

এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা অবৈধ বিদেশি নাগরিকদের সম্পর্কে মনিটরিং বাড়াতে এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে।

অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন