ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৪১:৩২ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৫ ডিসেম্বর, ২০২৪ | ৯:৬ এএম

অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক

৫ ডিসেম্বর, ২০২৪ | ৯:৬ এএম

আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক

ছবি: সংগ্রহ

ঢাকা ও দিল্লির মধ্যকার গুরুত্বপূর্ণ পররাষ্ট্রসচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আগামী ৯ বা ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নিতে ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় আসবেন। এটি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে।

 

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনে উভয় পক্ষেরই সদিচ্ছা প্রয়োজন। তিনি বলেন, "১০ ডিসেম্বর এফওসির দিন নির্ধারিত থাকলেও এটি একদিন আগে ৯ ডিসেম্বরও হতে পারে।"

 

এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আলোচনায় সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী প্রচারণা, এবং বাণিজ্য বিষয়ক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

বিশেষ করে সীমান্তে হত্যা এবং ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়া হতে পারে।


ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, এই সফর এমন এক সময়ে হতে যাচ্ছে যখন দুই দেশের সম্পর্ক কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোতে হিন্দু সংখ্যালঘু ইস্যুতে বিক্ষোভ এবং অন্যান্য সাম্প্রতিক ঘটনাবলী পরিস্থিতিকে আরও জটিল করেছে।


গত বছরের নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এবার ঢাকার বৈঠক থেকে উভয় দেশ সম্পর্ক উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়ার আশা করছে।

 

এফওসি বৈঠক দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক মজবুত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক