ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ মার্চ, ২০২৫ | ৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ
আজ থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ
১ মার্চ, ২০২৫ | ৩:৫১ পিএম

ছবি: সংগ্রহ
চাঁদপুরসহ ছয়টি নদী অঞ্চলে জাটকা (ছোট ইলিশ) সংরক্ষণের লক্ষ্যে দুই মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন
চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে নৌপুলিশের অভিযান শুরু হয়েছে এবং এর জন্য ১২টি থানা ও ফাঁড়ির দেড় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ২৬টি টহল টিম পালাক্রমে অভিযান পরিচালনা করছে। আইন অমান্য করে কোনো জেলে নদীতে নামলে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।
নৌপুলিশের তথ্যমতে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরাসহ জাল ফেলা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভঙ্গ করে কেউ মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
এদিকে শনিবার (১ মার্চ) ভোর থেকে চাঁদপুরে পদ্মা-মেঘনার নৌ সীমানায় জাটকা সংরক্ষণে টহল অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ড। নৌপুলিশ সদস্যরা স্পিডবোট নিয়ে জেলে পাড়ায় মাইকিং করে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যাতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নদীতে না নামেন।
- ট্যাগ সমূহঃ
- আজ থেকে
- পদ্মা-মেঘনায়
- মাছ
- ধরা
- বন্ধ
