ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ মার্চ, ২০২৫ | ৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
আজ থেকে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা
২ মার্চ, ২০২৫ | ৯:৪৫ পিএম

ছবি: সংগ্রহ
রমজান মাসের জন্য বাংলাদেশ ব্যাংক নতুন সময়সূচি ঘোষণা করেছে, যা আজ রবিবার (২ মার্চ) থেকে কার্যকর হবে। ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এ সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
আরও পড়ুন
রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত। যোহরের নামাজের জন্য বিরতি থাকবে ১:১৫ থেকে ১:৩০ পর্যন্ত। তবে, অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চালু রাখা যাবে।
সাধারণ সময়ে ব্যাংকের লেনদেন সকাল ১০:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত এবং অফিস সময় সকাল ১০:০০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু প্রতিবছর রমজান মাসে বাংলাদেশ ব্যাংক লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন আনে।
রমজান মাসে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত। যোহরের নামাজের জন্য ১৫ মিনিট (দুপুর ১:১৫ থেকে ১:৩০ পর্যন্ত) বিরতি থাকবে। সাধারণ সময়ে এসব প্রতিষ্ঠান সকাল ১০:০০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত পরিচালিত হয়।
বাংলাদেশ ব্যাংক চেক নিষ্পত্তির সময়সূচিতেও পরিবর্তন এনেছে। হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি): সকাল ১১:৩০ এর মধ্যে জমা দিতে হবে, নিষ্পত্তি হবে দুপুর ১:৩০ এর মধ্যে।
রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম): দুপুর ১২:০০ এর মধ্যে জমা দিতে হবে, নিষ্পত্তি হবে বিকাল ৩:০০ এর মধ্যে। আরটিজিএস (RTGS) লেনদেন সময় সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:৪৫ পর্যন্ত আরটিজিএস কার্যক্রম চলবে। গ্রাহক লেনদেন: সকাল ৯:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত। কাস্টমস ডিউটি ই-পেমেন্ট: সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত। আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন: বিকাল ৩:৪৫ পর্যন্ত।
রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সময়সূচি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- ট্যাগ সমূহঃ
- আজ থেকে
- ব্যাংক লেনদেন
