ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ মার্চ, ২০২৫ | ২:৩ পিএম
অনলাইন সংস্করণ
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
২ মার্চ, ২০২৫ | ২:৩ পিএম

ছবি: সংগ্রহ
পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ছুটির কারণে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত প্রায় ৪০ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই ছুটি সরকারি ও বেসরকারি সব স্তরের স্কুলের জন্য প্রযোজ্য হবে।
আরও পড়ুন
শিক্ষাপঞ্জি অনুসারে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছিল ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
এদিকে, ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেখানে ছুটি আরও দীর্ঘ হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন, ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন স্কুলে ছুটির নোটিশ টানানো হয়েছে এবং ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। তবে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নিতে তাগিদ দেওয়া হয়েছে।
এভাবে, দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীরা রমজান মাসের মর্যাদা এবং ঈদুল ফিতরের আনন্দের সঙ্গে কিছুটা বিশ্রাম পাবে, তবে পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাসও চালু রাখার চেষ্টা থাকবে।
- ট্যাগ সমূহঃ
- আজ থেকে
- ৪০ দিনের
- ছুটি
- শিক্ষাপ্রতিষ্ঠানে
