ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৪ | ৪:৪ পিএম
অনলাইন সংস্করণ
ইলন মাস্ক সর্বকালের সেরা ধনী: ইতিহাস গড়লেন প্রযুক্তি উদ্যোক্তা
২৫ নভেম্বর, ২০২৪ | ৪:৪ পিএম
![ইলন মাস্ক সর্বকালের সেরা ধনী: ইতিহাস গড়লেন প্রযুক্তি উদ্যোক্তা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/25/20241125160312_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইলন মাস্কের অর্থ-সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফোর্বস জানিয়েছে, মাস্ক বর্তমানে ইতিহাসের সর্বকালের সেরা ধনী। এমন সম্পদের মালিক এর আগে কেউই হননি।
সিএনএন জানায়, ইলন মাস্কের মোট সম্পদ এখন ৩৪ হাজার ৭৮০ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪১ লাখ ৩৮ হাজার কোটি টাকার সমান (প্রতি ডলার ১১৯ টাকা হিসাবে)। গত নভেম্বরের নির্বাচনের পর তার সম্পদে আরও ৭ হাজার কোটি ডলার যুক্ত হয়েছে। ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকায় মাস্ক শীর্ষস্থানে রয়েছেন।
ফোর্বসের প্রতিবেদন অনুসারে, মাস্কের বিভিন্ন কোম্পানির সাফল্য তার সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। তার নতুন কোম্পানি এক্সএআই-এর বাজারমূল্য এখন ৫০ বিলিয়ন ডলার, যেখানে মাস্কের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। স্পেস-এক্স-এর বাজারমূল্য পৌঁছেছে ২১০ বিলিয়ন ডলারে, যেখানে তার শেয়ার ৪২ শতাংশ। পাশাপাশি, টেসলার শেয়ারের ১৩ শতাংশ মালিকানা মাস্কের, এবং গত নির্বাচনের পর টেসলার শেয়ারের মূল্য ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইলন মাস্কের এই অর্থনৈতিক সাফল্যের তুলনা করা হচ্ছে ইতিহাসের আরেক প্রভাবশালী ধনী, ১৪ শতকের পশ্চিম আফ্রিকার শাসক মানসা মুসার সঙ্গে। মানসা মুসা তার অফুরন্ত স্বর্ণ সম্পদের জন্য পরিচিত ছিলেন।
ব্রিটিশ মিউজিয়ামের তথ্য অনুযায়ী, মুসার আমলে বিশ্বের মোট স্বর্ণের অর্ধেক মালি সাম্রাজ্যের দখলে ছিল। তিনি তার বিশাল সাম্রাজ্যের মাধ্যমে স্বর্ণ এবং লবণ ব্যবসার নিয়ন্ত্রণ করতেন। তবে তার উদার স্বর্ণ দান কায়রোর অর্থনীতিতে ব্যাপক মুদ্রাস্ফীতির সৃষ্টি করেছিল।
মানসা মুসার মৃত্যু এবং তার সাম্রাজ্যের পতন আফ্রিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার বিপরীতে, ইলন মাস্ক আধুনিক প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে নিজের জায়গা স্থায়ী করেছেন।
![ইলন মাস্ক সর্বকালের সেরা ধনী: ইতিহাস গড়লেন প্রযুক্তি উদ্যোক্তা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)