ঢাকা বুধবার, ২ জুলাই, ২০২৫ - ৬:৩৮:৪১ এএম

ঋণের ৫ শতাংশ অর্থ দিলেই মিলবে এক্সিট সুবিধা

১১ মার্চ, ২০২৫ | ১১:৫৩ এএম

ঋণের ৫ শতাংশ অর্থ দিলেই মিলবে এক্সিট সুবিধা

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালা প্রণয়ন করেছে, যা ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে। নতুন নীতিমালার আওতায়, খেলাপি ঋণগ্রহীতারা মাত্র ৫ শতাংশ এককালীন পরিশোধ (ডাউন পেমেন্ট) করে তিন বছরের মধ্যে ঋণ পরিশোধের সুযোগ পাবেন।

 

 

বিদ্যমান ঋণস্থিতির ন্যূনতম ৫ শতাংশ ডাউন পেমেন্ট নগদে পরিশোধ করতে হবে। এই হার ছিল ১০ শতাংশ। গ্রাহক তিন বছরের মধ্যে কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন। সাধারণত ঋণ পরিশোধের মেয়াদ দুই বছর হবে, তবে ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক বছর সময় বৃদ্ধি করতে পারবে।

 

 

ব্যাংক ৬০ দিনের মধ্যে এক্সিট সুবিধার আবেদন নিষ্পত্তি করবে। মূল ঋণ অনূর্ধ্ব ২০ লাখ টাকা হলে, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারবে। আগে এই সীমা ছিল ১০ লাখ টাকা।

 

 

এক্সিট সুবিধার আওতায় এক বা একাধিক কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে পরিশোধসূচি নির্ধারণ হবে। মওকুফযোগ্য সুদ পৃথক ব্লকড হিসাবে স্থানান্তর করতে হবে। সম্পূর্ণ ঋণ পরিশোধ বা সমন্বয়ের পর ব্লকড হিসাবে রক্ষিত সুদ চূড়ান্তভাবে মওকুফ হবে।

 

 

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের তারল্য প্রবাহ অব্যাহত রাখা ও খেলাপি ঋণ কমিয়ে আনতে এই নীতিমালা জারি করা হয়েছে। পূর্বে এক্সিট সুবিধার নির্দিষ্ট নীতিমালা না থাকায় বিভিন্ন ব্যাংক ভিন্ন ভিন্ন মানদণ্ড অনুসরণ করত। এখন নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে ব্যাংকগুলো সুসংগঠিতভাবে ঋণ পুনরুদ্ধার করতে পারবে।

 

 

 

এই নীতিমালার মাধ্যমে ঋণগ্রহীতারা সহজে তাদের ঋণ পরিশোধের সুযোগ পাবেন, যা দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

 

ঋণের ৫ শতাংশ অর্থ দিলেই মিলবে এক্সিট সুবিধা