ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০০:২০ এএম

একগুচ্ছ প্রতিবন্ধকতা নিয়ে জেন্ডার বাজেট শুরু

১ আগস্ট, ২০২৪ | ৯:২৭ এএম

একগুচ্ছ প্রতিবন্ধকতা নিয়ে জেন্ডার বাজেট শুরু

ছবি: সংগ্রহ

প্রচলিত নিয়মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রতি অর্থবছরে জেন্ডার বাজেট প্রতিবেদন তৈরি করে। কিন্তু এর কার্যক্রম সম্পর্কে তেমন কোনো উৎসাহ দেখা যায় না। এমনকি সমতার পথে অগ্রযাত্রার কথা বলা হলেও তা অনেক ক্ষেত্রে কার্যকর হয় না। এবার চলতি ২০২৪-২৫ অর্থবছরের জেন্ডার বাজেটের বাস্তবায়ন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। অর্থ বিভাগের দায়িত্বশীল এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান।

 

জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে বাজেটের সঙ্গে প্রথম নারীর অগ্রগতি ও অধিকার শিরোনামে প্রথম জেন্ডার বাজেট উপস্থাপন করা হয়। এরপর থেকে প্রতি অর্থবছরে একেক নামে জেন্ডার বাজেট তৈরি করা হলেও তা বাস্তবায়ন ক্ষেত্রে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তবে এবার জেন্ডার বাজেট বাস্তবায়নের জন্য গুরুত্ব পাচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ২০০৫-০৬ সালের বাজেটে জেন্ডার বাজেট চালু করে। এখন পর্যন্ত মোট ইইউভুক্ত ১২টি দেশ তাদের বার্ষিক বাজেটে জেন্ডার পদ্ধতি প্রবর্তন করেছে।

 

চলতি অর্থবছরে উন্নয়ন ও পরিচালনা উভয় খাতে জেন্ডার সংশ্লিষ্ট বরাদ্দ গত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পরিচালনা বাজেটের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৪৮ কোটি টাকা। আর উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৭১ কোটি টাকা। অর্থাৎ মোট বাজেটের ৩৪ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ মোট বাজেটের পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৮১৯ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে জেন্ডার বাজেটের জন্য বরাদ্দ ছিল ২৭ হাজার ২৪৮ কোটি টাকা।

 

জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে নারীদের অংশগ্রহণের জন বরাদ্দ রাখা হয়েছে ২৭৪ কোটি টাকা। এই খাতে বরাদ্দ আলাদা কোনো খাত থেকে ব্যয় হবে না। এটি নারীর ক্ষমতায়ন ও সামাজিক বৃদ্ধির খাত থেকে বরাদ্দ করা হবে। এই খাতের আরও অংশ হচ্ছে নারীর জনসংখ্যার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা ও দারিদ্র্য দূর করতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় চলে আসবে। জেন্ডার বাজেটে সর্বোচ্চ বরাদ্দের ক্ষেত্রে যে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। 

 

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জেন্ডার সম্পর্কিত বাজেট ধারাবাহিকভাবে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ ৯৩.৫ শতাংশ থাকলেও, চলতি অর্থবছরে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে সামান্য কমে ৮৯.৯ শতাংশ হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ ২০২১-২২ অর্থবছরে ৬৯.৭ শতাংশ থেকে কিছুটা কমে চলতি অর্থবছরে ৬৪.১ শতাংশ হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ ধারাবাহিকভাবে ৫২ থেকে ৫৪ শতাংশের মধ্যে রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও স্বাস্থ্য বিভাগে বরাদ্দ কিছুটা কমে আবার বৃদ্ধি পাওয়ার মধ্যে রয়েছে। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বরাদ্দ চলতি অর্থবছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৪৬.৬ শতাংশ হয়েছে।

 

একগুচ্ছ প্রতিবন্ধকতা নিয়ে জেন্ডার বাজেট শুরু