ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৫ | ৩:২১ পিএম
অনলাইন সংস্করণ
এডিপি বাস্তবায়ন কমেছে ১২ হাজার কোটি টাকা
১৫ জানুয়ারি, ২০২৫ | ৩:২১ পিএম
ছবি: সংগ্রহ
করোনা অতিমারি পরবর্তী পরিস্থিতিতে সরকারের ব্যয় সাশ্রয়ের নীতির কারণে প্রায় তিন বছর ধরে উন্নয়ন কর্মকাণ্ডে তেমন গতি দেখা যাচ্ছে না। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বাস্তবায়নাধীন সব প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে এবং রাজনৈতিক প্রকল্পগুলো বাদ দেওয়া হচ্ছে। তবে, কিছু প্রকল্পের পরিচালক পালিয়ে যাওয়ায় এবং সরকারের পতনবিরোধী আন্দোলনসহ রাজনৈতিক কর্মসূচির কারণে প্রকল্প বাস্তবায়ন কাজ থেমে গেছে।
এ কারণে চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এডিপির বাস্তবায়ন এক রকম স্থবির হয়ে পড়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপির প্রকল্পগুলোতে মোট ব্যয় হয়েছে ৫০ হাজার ২ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬১ হাজার ৭৪০ কোটি টাকা। এর ফলে, ব্যয়ে কমেছে ১১ হাজার ৭৩৮ কোটি টাকা।
এডিপির বাস্তবায়ন হারও গত অর্থবছরের তুলনায় কমে ১৭ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ২২ দশমিক ৪৮ শতাংশ। আইএমইডির প্রতিবেদন অনুসারে, গত ছয় মাসে বাস্তবায়নের হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। তবে ডিসেম্বরে একক মাসের হিসাবে ব্যয় বেড়েছে, আগের বছরের একই মাসের চেয়ে ৯০৬ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে।
এডিপিতে ১ হাজার ৩২৭টি প্রকল্প এবং ১৭টি উপপ্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যার মোট বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। তবে, বাস্তবায়নে ধীরগতির কারণে সংশোধিত এডিপিতে ৪৯ হাজার কোটি টাকা কমানো হচ্ছে, ফলে নতুন আকার হবে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা।
আইএমইডি প্রতিবেদন অনুযায়ী, গত ছয় মাসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগের বিদেশি ঋণ সহায়তা খাতে কোনো ব্যয় হয়নি। এছাড়া, আরও অন্তত ১১টি মন্ত্রণালয় রয়েছে, যাদের বিদেশি ঋণের ব্যয় ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল।