ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:১১:৫০ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩০ এএম

অনলাইন সংস্করণ

এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩০ এএম

এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ছবি: সংগ্রহ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিল্লিতে তলব করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাউথ ব্লকে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে ভারত সরকার তার উদ্বেগ প্রকাশ করেছে।

 

 

ভারত জানিয়েছে, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী হতে চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে। তবে, ভারত অভিযোগ করেছে যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করছে এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ভারতকে দায়ী করা হচ্ছে। ভারত এসব বিবৃতিকে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী করছে।

 

 

এছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, শেখ হাসিনার বিরুদ্ধে করা মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে এবং এর সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। তারা আশা করে যে, বাংলাদেশও পরিস্থিতি খারাপ না করে ভারতের প্রতি যথাযথ প্রতিদান দেবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতাকে বাড়িয়ে তুলবে।

 

 

ভারতের এ তলবের প্রেক্ষিতে, গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা ভার্চুয়ালি দিল্লি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে অডিও বক্তব্য দেন, যা অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাদের মধ্যে অভিযোগ ওঠে যে, শেখ হাসিনার বক্তব্য ভারতকে উসকানিমূলক হতে পারে, এবং ভারতের ওপর চাপ তৈরি করে তাকে বক্তব্য থেকে বিরত রাখতে বলা হয়।

 

 

এদিকে, ৬ ফেব্রুয়ারি ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারা আগেও ভারতকে আহ্বান জানিয়েছিলেন যে, শেখ হাসিনা যেন কোনো উসকানিমূলক বক্তব্য না দেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম (যুক্তরাষ্ট্রের) ব্যবহার করে এসব বক্তব্য প্রদান করছেন এবং ভারতের প্ল্যাটফর্ম থেকে কিছু করছেন না।

 

 

এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে, পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব