ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৪ | ৩:০ পিএম
অনলাইন সংস্করণ
এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা আরএসএসের
১০ ডিসেম্বর, ২০২৪ | ৩:০ পিএম
![এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা আরএসএসের](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/10/20241210144217_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারতের রাজধানী দিল্লিতে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লি'র ব্যানারে। আজ মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিবিসি বাংলার সাংবাদিক শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন। তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট না। কারণ রাস্তায় ব্যারিকেড আছে। তাই তারা এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন।
তিনি আরও বলেন, বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডে- ‘বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন!’, ‘বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো! সেভ বাংলাদেশি হিন্দুজ’ এমন বেশ কিছু স্লোগান দেখা যাচ্ছে।
এই বিক্ষোভ কর্মসূচিতে আরএসএস নেতা রজনীশ জিন্দাল, ভারতের সাবেক ইন্টেলিজেন্স ব্যুরো চিফ রাজীব জৈন, ঢাকাতে সাবেক রাষ্ট্রদূত বিনা সিক্রিও থাকবেন বলে শোনা যাচ্ছে।
বিগত এক যুগের মধ্যে বাংলাদেশ দূতাবাসের সামনে এটি প্রথম বড় ধরনের বিক্ষোভ। আরএসএস নেতা রজনিশ জিন্দাল, ভারতের সাবেক ইন্টেলিজেন্স ব্যুরো প্রধান রাজীব জৈন, এবং ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত ভিনা সিক্রিও এই কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে।
অন্যদিকে, একই দিনে নয়াদিল্লিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় দেশের সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক বাড়ানো ছাড়া আমাদের দ্বিতীয় কোনো চিন্তা নেই।”
তিনি আরও উল্লেখ করেন, “ভারত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখে না, বরং বাংলাদেশের জনগণের সাথে আমাদের সম্পর্ক।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুই দেশের সম্পর্ককে "ঘনিষ্ঠ ও দৃঢ়" উল্লেখ করে বলেন, “আমাদের লক্ষ্য হলো তরুণদের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি।”
তিনি বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষা, বন্যা ব্যবস্থাপনা, এবং সার্কের পুনরুজ্জীবনের বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করেন।
![এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা আরএসএসের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)