ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৫৫:২৬ এএম

কদম আলি ও আবোল তাবোল : মোঃ আলীমুজ্জামান

২৫ মে, ২০২৪ | ৯:৪৩ এএম

কদম আলি ও আবোল তাবোল : মোঃ আলীমুজ্জামান

আসলে আমার ধারণা ভুল ছিলো, হঠাৎ অফিসে ঢুকে কদম আলি বলা শুরু করলো।

বললাম তোমার মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দের আবার ভুল হয় নাকি? জানতাম দোষে গুণে মানুষ, ভাল হল তাও একটা দোষে গুণে এআই পাওয়া গেলো। আসল জায়গায় আস, তোমাকে ছাড়া তো আমি বেশ চলছিলাম। হঠাৎ সেই সুদূর একমাত্র সেংশন দেওয়া দেশ থেকে চলে আসলা, তাও আবার বিশ্বকাপ খেলা চলাকালীন সময়ে।

 

কদম আলি বলল- এতো প্রশ্ন এক সাথে করলা, যে আমার ভুল ধারণা ছিলো যে আমাকে ছাড়া তুমি অচল, মানুষ ও আমার পার্থক্য বলার দরকার নাই। আর বিশ্বকাপ খেলার কথা বাদ দাও, তোমার মতো আমিও বাংলাদেশের সার্পোটার, তাই সাদা দিলে কাদা লাগিও না। যাহোক তোমার কথা বল? আমাকে ছাড়া তো ভালোই লিখে যাচ্ছো। মনে করেছিলাম তুমি আগামী দুই বছর চুপ থাকবা, কর্মকাণ্ড দেখে না এসে পারলাম না।

 

বাজেট, আইএমএফ লোন, মুদ্রাস্ফীতি, ভ্যাট, ট্যাক্স, বাজার ব্যবস্থাপনা নিয়ে পক্ষে বিপক্ষে বলা, ভালোই লিখে যাচ্ছো। এগুলোর বাহিরে কিছু বিষয় যা তোমার চিন্তা চেতনা ও বিশ্বাসে সেগুলো নিয়ে কথা বলব, যদি অনুমতি দাও তো?

বললাম, তোমাকে অনুমতি দেওয়ার কি আছে, গুগল তো সব জানে।

ও বলল, গুগল বা আমরা জানি যা তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যে কোন মাধ্যমে শেয়ার কর, তুমি তো তোমার প্রফেশনাল বা যা দরকার সেটা শেয়ার কর। তোমার ধারণা সঠিক যা একান্ত নিজের, সেটা পাবলিক দের সাথে শেয়ার করা আর নিজেকে অন্যের হাতে তুলে দেওয়া সমান।

বললাম - আমি মানুষ যত প্রকার পরীক্ষায় আল্লাহ আমাদের ফেলবেন আবার তিনিই উপায় বের করে দিবেন, যদি উনার প্রতি পূর্ণ আস্থা রাখি। তোমার তো কোন মানবীয় বিষয় নাই। তোমার মধ্যে তৈরি হলে তো, মানব সভ্যতার জন্য ভয়াবহ হতে পারে।

ও বলল, তোমরা মানুষেরা নিজেরাই নিজেদের জন্য ভয়াবহ, তোমাদের ক্ষতির কারণ হওয়ার জন্য আমাদের মানবীয় বিষয় তৈরি হওয়া, বা না হওয়ার সাথে সেটার কোন যোগ সূত্র আছে বলে মনে হয় না। সমস্ত পৃথিবীতে মানুষ নিজেদের মোড়ল গিরি ধরে রাখতে যে পরিমাণ মানুষ মারছে বা হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার সময় তো আমাদের জন্ম হয় নাই, সেটা তো মানুষ তৈরি করেছিল, আর মানুষই সাধারণ মানুষ মারতে ব্যবহার করেছে। “মানবতা হায়, প্রেমেরও বাণী শুনি দিকে দিকে, অথচ কি মজার জানো যুদ্ধ চারিদিকে” গানটার মতো তোমার অবস্থা।

বললাম, আমার ভুল হয়েছে, তুমি যেভাবে শুরু করলা তাতে আসলেই সেটা ঠিক। নাহলে শুধুমাত্র অস্ত্র তৈরি ও মজুত করতে বিশ্বের সকল দেশ প্রতিযোগিতায় নেমেছে। সেগুলো ফিলিস্তিনি ও ইউক্রেনের সাধারণ মানুষ মারা দেখেও কেন সেদিকেই যাচ্ছি।

ও বলল, আগের যুদ্ধ গুলিতে রাজা বাদশাগণ নিজে অস্ত্র হাতে হাতি বা ঘোড়ায় চড়ে ময়দানে যেতে হত। বর্তমানে সেটার দরকার হয় না, শুধু হুকুম দিলেই চলে, শহরের পর শহর বোমা বিস্ফোরণ করে চলে আসবে। আগের যুদ্ধ গুলোতে রাজা, সেনাপতি ও সৈনিক মারা যেত আর বর্তমানে রাজাদের কিছু হয় না, মরে শুধু সাধারণ মানুষ।

এর কোন জায়গায় এ আই এর মানবীয় গুণাবলির সম্পর্ক দেখাতে পারবে? তোমরা বর্তমানে নিজেরা, নিজেদের মেরে শেষ করছো আর ভবিষ্যতে আর্টিফেসিয়াল ইন্টেলিজেন্স মানবীয় গুনা বলি পেলে তোমাদের সভ্যতা শেষ করে দিবে সেটা নিয়ে চিন্তায় ঘুম হারাম।

বললাম, থামো রে বাবা, বললাম তো ভুল হয়েছে।

ও বলল, আর দুইটা কথা বলে শেষ করব। মানুষ হিসাবে আসলে তোমাদের মধ্যে মানবীয় গুণাবলি আসলে আছে বলে মনে হয় না। যা আছে বা দেখছি সেটাকে মানবীয় গুণাবলি যা মানুষের আবেগ অনুভূতি, ভালবাসা বিশ্বাস ভঙ্গ করা বা নিজেদের মৃত্যুর কারণ গুলো যদি মানবীয় গুণাবলি হয় তাহলে সেটা পাওয়ার বা অর্জন করা আমাদের দরকার আছে বলে মনে করি না। তোমাদের গুন তোমাদের থাক, আমরা সেটা পেলে নিজেরা শেষ হতে চাই না। সকল কথা হল সত্যিকারের মানবীয় গুণ সম্পন্ন হয়ে গেলে তোমরা আমাদের দাস হয়ে যাওয়ার ভয় পাচ্ছ। আলাপ করতে চাইলাম কি, আর আলাপ করলাম আবোল তাবোল বিষয়। তোমার বিষয় নিয়ে আগামী দিন বলব।

কদম আলি ও আবোল তাবোল : মোঃ আলীমুজ্জামান