ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৩৬:৪৭ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫ | ৩:১৮ পিএম

অনলাইন সংস্করণ

চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট

২২ জানুয়ারি, ২০২৫ | ৩:১৮ পিএম

চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট

ছবি: সংগ্রহ

বাংলাদেশে শিল্প খাতে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে দিনের বেলায় গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে শিল্প মালিকরা বিকল্প উপায়ে গ্যাস উৎপাদন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

 

 

এ পরিস্থিতি মোকাবিলায় অনেক প্রতিষ্ঠান গ্যাসের দাম বাড়ানোর পরও বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। অনেক শিল্প উদ্যোক্তা এ অবস্থা অব্যাহত থাকলে ব্যবসা চালাতে সরকারের সাহায্য নিতে বাধ্য হবেন এবং ব্যবসা গুটিয়ে নিতে হতে পারে।

 

 

 

শিল্প এলাকাগুলোতে এখন প্রায় প্রতিদিনই উৎপাদন বন্ধ থাকার দৃশ্য। দিনের বেশিরভাগ সময় বয়লার বন্ধ থাকছে, কারণ কারখানাগুলোর শক্তিশালী মেশিন চালাতে যে পরিমাণ গ্যাস প্রয়োজন, তা অর্ধেক পরিমাণে পাওয়া যাচ্ছে। এই কারণে অনেক প্রতিষ্ঠান ডিজেল কিংবা এলপিজির মতো বিকল্প উৎসে নির্ভর করতে বাধ্য হচ্ছে। তবে, এসব বিকল্প উৎস ব্যবহারের ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে এবং পণ্যের গুণগত মানের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

 

 

এ বিষয়ে এক কর্মী বলেন, "যদি কাজ না করা হয়, মালিকপক্ষকে আমাদের বেতন দিতে হয়। এতে মালিকপক্ষের মোটা অংকের ক্ষতি হচ্ছে।"

 

 

এদিকে, শিল্প মালিকরা উদ্বিগ্ন যে, চলমান গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হবে কিনা, এবং দীর্ঘমেয়াদে এর কী পরিণতি ঘটবে।

চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট