ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৩২:৫২ পিএম

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৪.১%

১৮ জানুয়ারি, ২০২৫ | ১০:২০ এএম

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৪.১%

ছবি: সংগ্রহ

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে, যা আগে ছিল ৫ দশমিক ৭ শতাংশ। বিশ্বব্যাংক শুক্রবার প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

 

বিশ্বব্যাংক বলছে, গত বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও নীতি অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়াসহ বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার কারণে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।

 

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে জ্বালানি ঘাটতি, সরবরাহ সংক্রান্ত সীমাবদ্ধতা এবং আমদানিতে বিধিনিষেধ শিল্প কার্যক্রমকে দুর্বল করেছে। এই পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যা মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে এবং সেবা খাতের প্রবৃদ্ধি মন্থর করেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।

 

 

বিশ্বব্যাংক আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বাংলাদেশের প্রধান বাণিজ্য অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেলে দেশের রপ্তানিতে প্রভাব পড়বে। বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে এবং ইউরোপেও প্রায় অর্ধেক পণ্য রপ্তানি হয়।

 

 

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত মাসে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনে, যা আগে ছিল ৪ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশের সরকারও এই পরিস্থিতি বিবেচনায় ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ২৫ শতাংশে কমিয়েছে, যা পূর্বে ছিল ৬ দশমিক ৮ শতাংশ।

 

 

বিশ্বব্যাংক আরও জানায়, বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগ ও শিল্প কার্যক্রমে মন্থর প্রবৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে, যদি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে এবং অর্থনৈতিক সংস্কারের সফল বাস্তবায়ন হয়।

 

 

বিশ্বব্যাংক একইসঙ্গে বলেছে, আগামী বছরও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি দুর্বল অবস্থায় থাকতে পারে, এবং বেকারত্বের হার আরও বাড়তে পারে।

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৪.১%