ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫২ এএম
অনলাইন সংস্করণ
চার মাসে রাজস্বে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা
১৫ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫২ এএম
![চার মাসে রাজস্বে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/15/20241215094145_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, এই সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৩০ হাজার ৮৩২ কোটি টাকার ঘাটতি হয়েছে। ঘাটতির কারণে বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩২ হাজার ১১৪ কোটি ২০ লাখ টাকা। কিন্তু আদায় হয়েছে মাত্র ১ লাখ ১ হাজার ২৮১ কোটি ৫৩ লাখ টাকা। এনবিআরের তথ্য বলছে, সার্বিকভাবে কর ও শুল্ক আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৩ শতাংশ।
আয়কর খাতে ঘাটতি হয়েছে ১৩ হাজার ৩৬২ কোটি টাকা। আমদানি-রপ্তানি শুল্ক খাতে ঘাটতি হয়েছে ৬ হাজার ৯৬০ কোটি টাকা। ভ্যাট খাতে ঘাটতি ১০ হাজার ৫০৯ কোটি টাকা। অক্টোবর মাসেই লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ৮ হাজার ৫৪১ কোটি টাকার ঘাটতি হয়েছে।
রাজস্ব ঘাটতির পেছনে উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংকের তারল্য সংকট, এবং আমদানি-রপ্তানি খাতের দুর্বল পারফরম্যান্সকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন অর্থনীতিবিদরা। চলমান ডলার সংকট এবং বিদেশি ঋণ পরিশোধের চাপ অর্থনৈতিক অবস্থাকে আরও নাজুক করেছে।
এনবিআর কর্মকর্তারা জানান, কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। এর ফলে সরকারের উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের জন্য বাজেট ঘাটতি আরও গভীর হচ্ছে।
রাজস্ব ঘাটতির ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি কমে গেছে। এ অবস্থায় সংশোধিত বাজেট প্রণয়ন এবং এডিপি বাস্তবায়নের কার্যক্রমে গতি আনতে অর্থবিভাগ ১৩ দফা নির্দেশনা জারি করেছে।
প্রকল্প সংখ্যা সীমিত করা। বরাদ্দহীন কোনো প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত না করা। উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার নির্ধারণ। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, “সরকারি ব্যয়ের ক্ষেত্রে প্রাধান্য ঠিক করতে হবে। মূল্যস্ফীতির চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় জরুরি।”
রাজস্ব আদায়ের ঘাটতি মোকাবিলা করতে এবং বাজেট বাস্তবায়নে গতি আনতে প্রয়োজন শক্তিশালী নীতি সমন্বয়। রাজনৈতিক অস্থিরতা নিরসন, আমদানি-রপ্তানি খাতের কার্যক্রম উন্নত করা এবং মুদ্রানীতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ সরকারের জন্য অত্যাবশ্যক।
সংক্ষেপে, রাজস্ব ঘাটতি মোকাবিলা না করা গেলে বর্তমান বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না এবং অর্থনৈতিক সংকট আরও তীব্রতর হবে।
![চার মাসে রাজস্বে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)