ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৫ | ৯:১১ এএম
অনলাইন সংস্করণ
চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা
২৭ জানুয়ারি, ২০২৫ | ৯:১১ এএম
![চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/27/20250127091104_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারত ভিসা বন্ধ রাখার পর বাংলাদেশিদের জন্য চীন একটি সম্ভাব্য বিকল্প হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন জানান, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিং শহরকে বিবেচনা করা যেতে পারে। সেখানে চিকিৎসা খরচ এবং যাতায়াতের খরচ তুলনামূলক কম, যা বাংলাদেশের নাগরিকদের জন্য সুবিধাজনক হতে পারে। তিনি আরো বলেন, চীনকে ভিসা ফি কমানোর জন্য অনুরোধ করা হয়েছে। ভারত ভিসা বন্ধ রাখায় কুনমিং শহর বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্প হতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চীন বাংলাদেশের জন্য একটি বড় হাসপাতাল নির্মাণ করতে রাজি হয়েছে এবং এর স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, পূর্বাচলে একটি সুন্দর জায়গা রয়েছে, যেখানে চীন তাদের হাসপাতালটি নির্মাণ করতে আগ্রহী এবং বাংলাদেশের পক্ষ থেকে সেই স্থান প্রদান করার প্রস্তাব দেয়া হয়েছে।
তৌহিদ হোসেন চীনের সঙ্গে আলোচনার সময় ঋণের সুদের হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানোর কথাও উল্লেখ করেন। তিনি জানান, চীন আশ্বাস দিয়েছে যে তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে।
এছাড়া, ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তবে তিস্তা নদীর বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
- ট্যাগ সমূহঃ
- চিকিৎসার
- ভারতের
- বিকল্প
- চীন
- পররাষ্ট্র উপদেষ্টা
![চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)