ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:০৭:৩২ পিএম

জলবায়ু সংকট মোকাবিলায় নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো চাই: প্রধান উপদেষ্টা

১৪ নভেম্বর, ২০২৪ | ৯:০ এএম

জলবায়ু সংকট মোকাবিলায় নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো চাই: প্রধান উপদেষ্টা

ছবি: সংগ্রহীত

প্রখ্যাত অর্থনীতিবিদ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। গত বুধবার আজারবাইজানের বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি’র উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, “পৃথিবী ও মানবতার কল্যাণে আমাদের এক নতুন অর্থনৈতিক কাঠামো প্রয়োজন, যা শূন্য বর্জ্যের একটি সমাজ গঠনে সহায়তা করবে।”

 

 

রুদ্ধদ্বার বৈঠকে পাঁচটি জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ—নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া ও বাংলাদেশের নেতারা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস বলেন, “আমরা এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছি, যার ভিত্তি শুধুমাত্র ভোগে। ফলে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো অপচয় হচ্ছে। এখন আমাদের শূন্য বর্জ্যের ভিত্তিতে টেকসই উন্নয়ন করতে হবে।”

 

 

তিনি বলেন, “প্রতি বছর কপ জলবায়ু সম্মেলন আয়োজনের পরিবর্তে আমাদের দেশভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে হবে, যা জলবায়ু সমস্যার কার্যকর সমাধানে সহায়তা করবে।”

 

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “স্বল্পোন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় অবিচারের সম্মুখীন হয়েছে। তাদের জন্য তহবিল সংস্থান করা এবং কার্যকর জলবায়ু অভিযোজন ও প্রশমনের প্রক্রিয়া গ্রহণ করা জরুরি।”

জলবায়ু সংকট মোকাবিলায় নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো চাই: প্রধান উপদেষ্টা