ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৪ | ৮:৪১ এএম
অনলাইন সংস্করণ
বৈশ্বিক অর্থনীতিতে জলবায়ুর ক্রমবর্ধমান প্রভাব: দশকজুড়ে চরম আবহাওয়ার ক্ষতি ২ ট্রিলিয়ন ডলার
১২ নভেম্বর, ২০২৪ | ৮:৪১ এএম
![বৈশ্বিক অর্থনীতিতে জলবায়ুর ক্রমবর্ধমান প্রভাব: দশকজুড়ে চরম আবহাওয়ার ক্ষতি ২ ট্রিলিয়ন ডলার](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/12/20241112084128_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বিশ্ব অর্থনীতিতে জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার প্রভাব এখন বড় ইস্যুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে, চরম আবহাওয়ার কারণে গত দশকে ২ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, খবর দ্য গার্ডিয়ানের। গতকাল আজারবাইজানে শুরু হওয়া কপ২৯ জলবায়ু সম্মেলনের সময়ে প্রতিবেদনটি প্রকাশিত হয়, যেখানে দরিদ্র দেশগুলো এই ক্ষতির সবচেয়ে বড় শিকার হিসেবে উঠে এসেছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) মতে, বৈশ্বিক অর্থনীতিতে জলবায়ুর প্রভাব স্থায়ী ও আরও বিপর্যয়কর হচ্ছে। মহাসচিব জন ডেন্টন বলেন, “জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক উৎপাদন খাতেও মারাত্মকভাবে প্রভাব ফেলছে।” ২০১৪-২০২৩ পর্যন্ত যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, যার পরিমাণ প্রায় ৯৩ হাজার ৫০০ কোটি ডলার, এরপর চীন ও ভারতের অবস্থান।
চরম আবহাওয়া বিষয়ে চার হাজার ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাড়িঘর ধ্বংস থেকে শুরু করে খরায় কৃষিক্ষেত্রের ক্ষতি। গত দুই বছরেই ৪৫ হাজার ১০০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। দরিদ্র দেশগুলো ধনী দেশগুলোর তুলনায় বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং কপ২৯ সম্মেলনের অন্যতম এজেন্ডা হলো এই দেশগুলোকে আর্থিকভাবে পুনর্গঠনে সহায়তা করা।
আইসিসির প্রতিবেদনে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে, যাতে দরিদ্র দেশগুলো দূষণ রোধ ও চরম আবহাওয়ার বিরুদ্ধে প্রস্তুতি নিতে পারে।
![বৈশ্বিক অর্থনীতিতে জলবায়ুর ক্রমবর্ধমান প্রভাব: দশকজুড়ে চরম আবহাওয়ার ক্ষতি ২ ট্রিলিয়ন ডলার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)