ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:০৫:৫৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৫৬ পিএম

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব

ছবি: সংগ্রহ

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করতে জাম্বিয়া প্রস্তাব দিয়েছে বাংলাদেশে একটি ওষুধ কারখানা স্থাপন করার। এ ছাড়া, জাম্বিয়া বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করার আগ্রহও প্রকাশ করেছে।

 

 

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাম্বিয়ার নবনিযুক্ত অনাবাসী হাইকমিশনার পার্সি পি চন্দা পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্যিক সহযোগিতা এবং ভবিষ্যতে সম্ভাব্য সম্পর্কের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

 

 

হাইকমিশনার চন্দা বাংলাদেশি ওষুধ আমদানিতে জাম্বিয়ার আগ্রহের কথা তুলে ধরেন এবং বাংলাদেশকে জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনের সুযোগ খুঁজে দেখার জন্য আমন্ত্রণ জানান। এছাড়া, তিনি জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনার কথা উল্লেখ করেন। জাম্বিয়া বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য আমদানিতেও আগ্রহ প্রকাশ করেছে।

 

 

বৈঠকে কৃষি, চুক্তি চাষ এবং অন্যান্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন হাইকমিশনার চন্দার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার সহায়তার আশ্বাস দেন।

 

 

এ ধরনের উদ্যোগ বাংলাদেশ এবং জাম্বিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব