ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৩১:৫৭ এএম

জুলাইয়ে ইউক্রেনের কৃষিপণ্য রফতানি দ্বিগুণ বেড়েছে

১৬ আগস্ট, ২০২৪ | ৩:৪৬ পিএম

জুলাইয়ে ইউক্রেনের কৃষিপণ্য রফতানি দ্বিগুণ বেড়েছে

ছবি: সংগ্রহ

বিশ্বে কৃষিপণ্য রফতানির দিক থেকে শীর্ষ দেশ ইউক্রেন। চলতি বছরের জুলাইয়ে দেশটির কৃষিপণ্য রফতানির পরিমাণ দ্বিগুণ বেড়েছে। 

 

এবারের গ্রীষ্মে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি বাড়িয়েছে ইউক্রেন। জুলাইয়ে দেশটি মোট ৪২ লাখ টন কৃষিপণ্য রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এর মধ্যে ওডেসা নদী দিয়ে ৩৭ লাখ টন ও দানিউব দিয়ে ৫ লাখ ৬৯ হাজার টন কৃষিপণ্য রফতানি করেছে দেশটি।

 

এ বিষয়ে ইউক্রেনের নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ওলেকসি নেইজপাপা বলেন, ‘দেশের সামরিক বাহিনী ইউক্রেনের পণ্যভর্তি জাহাজগুলোকে বন্দরে প্রবেশ ও প্রস্থান করতে সহায়তা করে।’

 

তবে এগ্রিকালচারাল কনসালট্যান্সি গ্রুপ এএসএপির মতে, জুলাইয়ে প্রতিকূল আবহাওয়া ও যুদ্ধের প্রভাবে ২০২৪-২৫ মৌসুমে ইউক্রেনের সামগ্রিক শস্য রফতানি কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় রফতানি ১ কোটি ৪৫ লাখ টন কমে ৩ কোটি ৫০ লাখ টনে নেমে যেতে পারে, যা এক দশকের মধ্যে সর্বনিম্নে।

 

ইউক্রেন বিশ্বে গম, যব, ভুট্টা ও সূর্যমুখী তেল রফতানি করে থাকে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে দেশটি কৃষ্ণ সাগর দিয়ে প্রতি মাসে প্রায় ৬০ লাখ টন শস্য রফতানি করত।

জুলাইয়ে ইউক্রেনের কৃষিপণ্য রফতানি দ্বিগুণ বেড়েছে