ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৫ | ৯:৭ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ট্রাম্পের নীতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সমস্যায় ফেলতে পারে
২৩ জানুয়ারি, ২০২৫ | ৯:৭ এএম
![ট্রাম্পের নীতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সমস্যায় ফেলতে পারে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/23/20250123090707_original_webp.webp)
ছবি: সংগ্রহ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা দিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পদক্ষেপের প্রভাব বাংলাদেশের অভিবাসীদের ওপরও পড়বে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে অভিযান চালানো হচ্ছে এবং বাংলাদেশি অভিবাসীরা এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না।
কবির আরো বলেন, অনেক অবৈধ অভিবাসী যারা সেখানে জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন, তারা এখন শঙ্কিত, কারণ ট্রাম্প প্রশাসন নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা করছে। তবে তিনি উল্লেখ করেন যে, এটি আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন একদিকে যেমন দক্ষিণ আমেরিকান অভিবাসীদের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করেছে, তেমনি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ইউএস আইসিটি বিশেষজ্ঞ আফজাল হোসেন জানান, যুক্তরাষ্ট্র একসময় বিশ্বের শীর্ষ মেধা ও প্রতিভাকে স্বাগত জানিয়ে এসেছে, তবে বর্তমান প্রশাসনের নীতির পরিবর্তন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য কিছু সুবিধার ইঙ্গিত দিলেও, ট্রাম্প প্রশাসনের নীতিতে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ করা এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রচেষ্টা উদ্বিগ্ন করে তুলেছে হাজার হাজার বাংলাদেশি অভিবাসীকে।
এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা এই নতুন পরিস্থিতি থেকে কীভাবে বাঁচবে?
![ট্রাম্পের নীতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সমস্যায় ফেলতে পারে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)