ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫৯:২৩ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২ জানুয়ারি, ২০২৫ | ৫:১৪ পিএম

অনলাইন সংস্করণ

ডলারের বিপরীতে টাকার মান কমলো ১২.৭২ শতাংশ

২ জানুয়ারি, ২০২৫ | ৫:১৪ পিএম

ডলারের বিপরীতে টাকার মান কমলো ১২.৭২ শতাংশ

ছবি: সংগ্রহ

দেশে টানা তিন বছর ধরে চলমান ডলারের সংকটের প্রেক্ষাপটে ডলারের দাম ক্রমাগত বেড়েই চলেছে, যার ফলে টাকার মান কমছে। সদ্য বিদায়ী বছরের জানুয়ারিতে প্রতি ডলারের মূল্য ছিল ১১০ টাকা, যা ডিসেম্বরের শেষ দিনে দাঁড়িয়েছে ১২৪ টাকায়। এক বছরে ডলারের দাম বেড়েছে ১৪ টাকা এবং টাকার মান কমেছে ১২.৭২ শতাংশ।

 


গতকাল বুধবার ব্যাংকগুলো প্রতি ডলারের দাম আরও ২ টাকা বাড়িয়েছে। আমদানি, বকেয়া ঋণ পরিশোধসহ অন্যান্য খাতে ব্যাংকগুলো এখন প্রতি ডলার সর্বোচ্চ ১২২ টাকায় বিক্রি করছে। খোলাবাজারে এই মূল্য আরও বেশি, যেখানে ডলারের দাম ১২৮ থেকে ১২৯ টাকায় বিক্রি হচ্ছে।

 


বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি সার্কুলারের মাধ্যমে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিয়েছে। এখন থেকে ব্যাংক ও গ্রাহকদের আলোচনার ভিত্তিতে ডলারের দাম নির্ধারণ হবে। ব্যাংকগুলোর ডিলার বা বৈদেশিক মুদ্রা নিবন্ধনকৃত শাখার সঙ্গে আলোচনার পর এ মূল্য নির্ধারিত হচ্ছে।

 


ডলারের মূল্যবৃদ্ধির ফলে আমদানি ব্যয় বাড়বে, যা আমদানি পণ্যের দামে সরাসরি প্রভাব ফেলবে। এর ফলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। পাশাপাশি অন্যান্য বৈদেশিক মুদ্রার মূল্যও ডলারের অনুপাতে বৃদ্ধি পাচ্ছে।

 


ব্যাংকগুলো বর্তমানে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ডলার সর্বোচ্চ ১২১ টাকায় কিনছে, যা আগে ছিল ১১৯ টাকা। এতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও আমদানির উচ্চ ব্যয়ের কারণে সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হতে পারে।

 


ব্যাংকের পাশাপাশি খোলাবাজারেও ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে। খোলাবাজারে ডলারের দাম এখন ১২৮-১২৯ টাকা, যা সাধারণ গ্রাহকদের জন্য বাড়তি ব্যয় সৃষ্টি করছে।

ডলারের মূল্যবৃদ্ধির ফলে অর্থনীতির বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেওয়া জরুরি।

ডলারের বিপরীতে টাকার মান কমলো ১২.৭২ শতাংশ